আবেগে ভুল গান গেয়েছি: জায়েদ

আবেগে ভুল গান গেয়েছি: জায়েদ

আবেগে ভুল গান গেয়েছি: জায়েদ

ঢালিউড

অনলাইন ডেস্ক

2023-05-21
2023-05-21

ঢালিউড অভিনেতা জায়েদ খানের গাওয়া বেসুরো ও ভুল কথার গানটির ছোট একটি ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি বলেন, আমি আবেগে একটু ভুল গেয়েছি। 
বুধবার রাতে একটি টিভি চ্যানেলে উপস্থিত হয়ে নায়ক ফারুক অভিনীত ‘সারেং বউ’ ছবির আবদুল জব্বারের গাওয়া বিখ্যাত গান ‘ওরে নীল দরিয়া’ ভুল গেয়ে ব্যাপক সমালোচিত হয়েছেন তিনি। 
এ বিষয়ে জায়েদ খান বলেন, আমাকে জোর করে গান গাওয়ানো হয়েছে। সেদিন আমি অনেক আবেগী ছিলাম। অনুষ্ঠানে আমাকে জোর করা হয়েছে ফারুক ভাইয়ের গান গাওয়ার জন্য। আমি আবেগে একটু ভুল গেয়েছি, সেজন্য ক্ষমাও চেয়েছি।
এদিকে নেটিজেনরা ফেসবুক রিলস আকারে জায়েদের গাওয়া গানের ছোট একটি ক্লিপস শেয়ার করে রীতিমতো মজা করছেন।
জায়েদ খানের সিনেমা ‘সোনার চর’ মুক্তির অপেক্ষায় আছে।

© JUGANTOR.COM

‘.”

“.’

ঢালিউড অভিনেতা জায়েদ খানের গাওয়া বেসুরো ও ভুল কথার গানটির ছোট একটি ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি বলেন, আমি আবেগে একটু ভুল গেয়েছি। 

বুধবার রাতে একটি টিভি চ্যানেলে উপস্থিত হয়ে নায়ক ফারুক অভিনীত ‘সারেং বউ’ ছবির আবদুল জব্বারের গাওয়া বিখ্যাত গান ‘ওরে নীল দরিয়া’ ভুল গেয়ে ব্যাপক সমালোচিত হয়েছেন তিনি। 

এ বিষয়ে জায়েদ খান বলেন, আমাকে জোর করে গান গাওয়ানো হয়েছে। সেদিন আমি অনেক আবেগী ছিলাম। অনুষ্ঠানে আমাকে জোর করা হয়েছে ফারুক ভাইয়ের গান গাওয়ার জন্য। আমি আবেগে একটু ভুল গেয়েছি, সেজন্য ক্ষমাও চেয়েছি।

এদিকে নেটিজেনরা ফেসবুক রিলস আকারে জায়েদের গাওয়া গানের ছোট একটি ক্লিপস শেয়ার করে রীতিমতো মজা করছেন।

জায়েদ খানের সিনেমা ‘সোনার চর’ মুক্তির অপেক্ষায় আছে।
সোর্সঃ jugantor.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *