ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দিলে প্রশ্নবিদ্ধ হবে ন্যাটো: রাশিয়া

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দিলে প্রশ্নবিদ্ধ হবে ন্যাটো: রাশিয়া

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দিলে প্রশ্নবিদ্ধ হবে ন্যাটো: রাশিয়া

আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক

2023-05-22
2023-05-22

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দিলে যুদ্ধে ন্যাটোর জড়িত থাকা নিয়ে প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ।
সোমবার (২২ মে) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এমন মন্তব্য করেন তিনি। খবর রয়টার্সের।
ইউক্রেনীয় সেনাদের এফ-১৬ যুদ্ধবিমানের প্রশিক্ষণ দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণার পর ফের সতর্কবার্তা উচ্চারণ করল রাশিয়া।
সোমবার আন্তোনোভ বলেন, এফ-১৬ যুদ্ধবিমান চালনার মতো যথেষ্ট পাইলট নেই ইউক্রেনের। প্রয়োজনীয় অবকাঠামো ও রক্ষণাবেক্ষণ কর্মীও নেই।
তিনি আরও বলেন, এই যুদ্ধবিমানের মাধ্যমে ন্যাটোর বিমানঘাঁটি থেকে মার্কিন সেনারা ‘স্বেচ্ছাসেবক’ হিসেবে যুদ্ধে নামলে তার পরিণতি কী হবে?
বেশ কয়েক মাস ধরেই পশ্চিমা মিত্রদের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান চেয়ে আসছিলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সর্বশেষ জি-৭ সম্মেলনে শুক্রবার জো বাইডেন ইঙ্গিত দিয়েছেন পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে এই এফ-১৬ যুদ্ধবিমান দিতে চাইলে আপত্তি জানাবে না যুক্তরাষ্ট্র।
এ পরিপ্রেক্ষিতে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার গ্রুশকো সতর্কবার্তা জানিয়ে বলেছিলেন, যদি ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়া হয়, তা হলে পশ্চিমা দেশগুলো ভয়াবহ ঝুঁকির মুখে পড়বে।

© JUGANTOR.COM

‘.”

“.’

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দিলে যুদ্ধে ন্যাটোর জড়িত থাকা নিয়ে প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ।

সোমবার (২২ মে) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এমন মন্তব্য করেন তিনি। খবর রয়টার্সের।

ইউক্রেনীয় সেনাদের এফ-১৬ যুদ্ধবিমানের প্রশিক্ষণ দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণার পর ফের সতর্কবার্তা উচ্চারণ করল রাশিয়া।

সোমবার আন্তোনোভ বলেন, এফ-১৬ যুদ্ধবিমান চালনার মতো যথেষ্ট পাইলট নেই ইউক্রেনের। প্রয়োজনীয় অবকাঠামো ও রক্ষণাবেক্ষণ কর্মীও নেই।

তিনি আরও বলেন, এই যুদ্ধবিমানের মাধ্যমে ন্যাটোর বিমানঘাঁটি থেকে মার্কিন সেনারা ‘স্বেচ্ছাসেবক’ হিসেবে যুদ্ধে নামলে তার পরিণতি কী হবে?

বেশ কয়েক মাস ধরেই পশ্চিমা মিত্রদের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান চেয়ে আসছিলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সর্বশেষ জি-৭ সম্মেলনে শুক্রবার জো বাইডেন ইঙ্গিত দিয়েছেন পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে এই এফ-১৬ যুদ্ধবিমান দিতে চাইলে আপত্তি জানাবে না যুক্তরাষ্ট্র।

এ পরিপ্রেক্ষিতে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার গ্রুশকো সতর্কবার্তা জানিয়ে বলেছিলেন, যদি ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়া হয়, তা হলে পশ্চিমা দেশগুলো ভয়াবহ ঝুঁকির মুখে পড়বে।
সোর্সঃ jugantor.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *