চাকরির প্রলোভনে তরুণীদের আপত্তিকর কাজে বাধ্য করতেন রাশেদা!

চাকরির প্রলোভনে তরুণীদের আপত্তিকর কাজে বাধ্য করতেন রাশেদা!

চাকরির প্রলোভনে তরুণীদের আপত্তিকর কাজে বাধ্য করতেন রাশেদা!

সারাদেশ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

2023-05-23
2023-05-23

দীর্ঘ ১৯ বছর ধরে আত্মগোপনে থাকা যাবজ্জীবন দণ্ডিত আসামি রাশেদাকে বন্দর নগরী চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। মঙ্গলবার র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন। 
রাশেদা বেগমের (৪৫) প্রকৃত পেশা উঠতি বয়সী মেয়েদের চাকরির প্রলোভনে বাসায় নিয়ে ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক যৌন কাজে বাধ্য করাতেন। 
এর আগে সোমবার নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে ১৯ বছর ধরে আত্মগোপনে থাকা রাশেদা বেগমকে গ্রেফতার করা হয়। 
রাশেদা ফটিকছড়ি উপজেলার মধ্যম খিরাম এলাকার মো. জামানের স্ত্রী। 
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার জানান, ২০০৪ সালে প্রাণনাশের ভয় দেখিয়ে আটকে রেখে এক তরুণীকে যৌন কাজে বাধ্য করেন রাশেদা।
পরে ভুক্তভোগী ওই তরুণী সুযোগ পেয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করলে পরিবার বাদী হয়ে থানা মামলা দায়ের করেন। প্রায় ১৯ বছর আগে এ মামলা করা হলেও আসামি রয়ে যান ধরা ছোঁয়ার বাইরে। 
আসামির অনুপস্থিতিতে আদালত বিচার প্রক্রিয়া শুরু করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বলে জানা গেছে। 

© JUGANTOR.COM

‘.”

“.’

দীর্ঘ ১৯ বছর ধরে আত্মগোপনে থাকা যাবজ্জীবন দণ্ডিত আসামি রাশেদাকে বন্দর নগরী চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। মঙ্গলবার র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন। 

রাশেদা বেগমের (৪৫) প্রকৃত পেশা উঠতি বয়সী মেয়েদের চাকরির প্রলোভনে বাসায় নিয়ে ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক যৌন কাজে বাধ্য করাতেন। 

এর আগে সোমবার নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে ১৯ বছর ধরে আত্মগোপনে থাকা রাশেদা বেগমকে গ্রেফতার করা হয়। 
রাশেদা ফটিকছড়ি উপজেলার মধ্যম খিরাম এলাকার মো. জামানের স্ত্রী। 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার জানান, ২০০৪ সালে প্রাণনাশের ভয় দেখিয়ে আটকে রেখে এক তরুণীকে যৌন কাজে বাধ্য করেন রাশেদা।

পরে ভুক্তভোগী ওই তরুণী সুযোগ পেয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করলে পরিবার বাদী হয়ে থানা মামলা দায়ের করেন। প্রায় ১৯ বছর আগে এ মামলা করা হলেও আসামি রয়ে যান ধরা ছোঁয়ার বাইরে। 

আসামির অনুপস্থিতিতে আদালত বিচার প্রক্রিয়া শুরু করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বলে জানা গেছে। 
সোর্সঃ jugantor.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *