তাবলিগে এসে যুবকের আত্মহত্যা
তাবলিগে এসে যুবকের আত্মহত্যা
সারাদেশ
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
2023-05-21
2023-05-21
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমান উল্লাহপুর ইউনিয়ন থেকে মাহাদী হাসান (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। চার দিন আগে কুড়িগ্রাম থেকে ১৪ জনের একটি দলের সঙ্গে তাবলিগ জামাতে নোয়াখালী আসেন মাহাদী।
রোববার দুপুরে পুলিশ আমান উল্লাহপুর বোখারি জামে মসজিদ এলাকা থেকে মাহাদীর মৃতদেহ উদ্ধার করে।
নিহত মাহাদী হাসান কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার উত্তর বড়ভিটা গ্রামের শামসুল হক পলাশের ছেলে।
স্থানীয় লোকজন জানান, গত ১৮ মে বৃহস্পতিবার দুপুরে দেশের বিভিন্ন স্থান থেকে ১৪ জনের একটি তাবলিগ জামাত আমান উল্লাহপুর বোখারি জামে মসজিদে আসেন। রোববার সকাল সাড়ে ৫টার দিকে ওই মসজিদ পার্শ্ববর্তী একটি আমগাছের সঙ্গে গলায় গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় মাহাদীর মৃতদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে থানায় অবগত করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, সকালে কুড়িগ্রাম থেকে এক পুলিশ কর্মকর্তা প্রথমে বিষয়টি আমাকে মোবাইলে অবগত করেন। পরে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাহাদী হাসান আত্মহত্যা করেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
© JUGANTOR.COM
‘.”
“.’
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমান উল্লাহপুর ইউনিয়ন থেকে মাহাদী হাসান (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। চার দিন আগে কুড়িগ্রাম থেকে ১৪ জনের একটি দলের সঙ্গে তাবলিগ জামাতে নোয়াখালী আসেন মাহাদী।
রোববার দুপুরে পুলিশ আমান উল্লাহপুর বোখারি জামে মসজিদ এলাকা থেকে মাহাদীর মৃতদেহ উদ্ধার করে।
নিহত মাহাদী হাসান কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার উত্তর বড়ভিটা গ্রামের শামসুল হক পলাশের ছেলে।
স্থানীয় লোকজন জানান, গত ১৮ মে বৃহস্পতিবার দুপুরে দেশের বিভিন্ন স্থান থেকে ১৪ জনের একটি তাবলিগ জামাত আমান উল্লাহপুর বোখারি জামে মসজিদে আসেন। রোববার সকাল সাড়ে ৫টার দিকে ওই মসজিদ পার্শ্ববর্তী একটি আমগাছের সঙ্গে গলায় গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় মাহাদীর মৃতদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে থানায় অবগত করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, সকালে কুড়িগ্রাম থেকে এক পুলিশ কর্মকর্তা প্রথমে বিষয়টি আমাকে মোবাইলে অবগত করেন। পরে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাহাদী হাসান আত্মহত্যা করেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
সোর্সঃ jugantor.com