দুই করাত কল মালিককে জরিমানা
দুই করাত কল মালিককে জরিমানা
সারাদেশ
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
2023-05-29
2023-05-29
কলমাকান্দায় সোমবার দুটি করাত কলের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি অনুমোদন না নিয়ে করাত কল চালানোর দায়ে তাদের ওই জরিমানা করা হয়। কলমাকান্দার সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম ওই আদালত পরিচালনা করেন।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার নাজিরপুর বাজারের করাত কল মালিক নুরুল ইসলামকে তিন হাজার টাকা ও একই এলাকার করাত কল মালিক ইদ্রিস মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রাস্তার পাশে ফেলে রাখা জনদুর্ভোগ সৃষ্টিকারী কাঠ ও গাছের গুঁড়ি সরিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম বলেন, করাত কল (লাইসেন্স) বিধিমালা ২০১২ অনুযায়ী লাইসেন্স না নিয়ে স মিল চালানোর দায়ে দুই মালিককে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
© JUGANTOR.COM
‘.”
“.’
কলমাকান্দায় সোমবার দুটি করাত কলের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি অনুমোদন না নিয়ে করাত কল চালানোর দায়ে তাদের ওই জরিমানা করা হয়। কলমাকান্দার সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম ওই আদালত পরিচালনা করেন।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার নাজিরপুর বাজারের করাত কল মালিক নুরুল ইসলামকে তিন হাজার টাকা ও একই এলাকার করাত কল মালিক ইদ্রিস মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রাস্তার পাশে ফেলে রাখা জনদুর্ভোগ সৃষ্টিকারী কাঠ ও গাছের গুঁড়ি সরিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম বলেন, করাত কল (লাইসেন্স) বিধিমালা ২০১২ অনুযায়ী লাইসেন্স না নিয়ে স মিল চালানোর দায়ে দুই মালিককে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সোর্সঃ jugantor.com