ধর্মপাশায় বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু
ধর্মপাশায় বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু
সারাদেশ
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
2023-05-21
2023-05-21
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের হরিপুর ও শান্তিপুর গ্রামের মধ্যবর্তী মাঠে রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে পলাশ মিয়া (১৫) ও তোয়াসিন মিয়া (১৭) নামের দুই কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত পলাশ ওই ইউনিয়নের হরিপুর গ্রামের শাহাজুল মিয়ার ছেলে। অপরদিকে নিহত তোয়াসিন একই ইউনিয়নের শান্তিপুর গ্রামের সামছুল হকের ছেলে।
এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার হরিপুর ও শান্তিপুর গ্রামের মধ্যবর্তী মাঠে স্থানীয় কয়েকজন কিশোর ফুটবল খেলার আয়োজন করে। সন্ধ্যা পৌনে ৬টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতে হরিপুর গ্রামের কিশোর পলাশ মিয়া (১৬) ও শান্তিপুর গ্রামের কিশোর তোয়াসিন মিয়া (১৭) অচেতন হয়ে পড়ে। ওই দুজনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার. আওলাদ হোসেন ওই দুজনকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই দুজনের মৃত্যু হয়েছে।
জয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী বলেন, ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে ওই দুজন কিশোরের মৃত্যু হয়েছে।
© JUGANTOR.COM
‘.”
“.’
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের হরিপুর ও শান্তিপুর গ্রামের মধ্যবর্তী মাঠে রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে পলাশ মিয়া (১৫) ও তোয়াসিন মিয়া (১৭) নামের দুই কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত পলাশ ওই ইউনিয়নের হরিপুর গ্রামের শাহাজুল মিয়ার ছেলে। অপরদিকে নিহত তোয়াসিন একই ইউনিয়নের শান্তিপুর গ্রামের সামছুল হকের ছেলে।
এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার হরিপুর ও শান্তিপুর গ্রামের মধ্যবর্তী মাঠে স্থানীয় কয়েকজন কিশোর ফুটবল খেলার আয়োজন করে। সন্ধ্যা পৌনে ৬টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতে হরিপুর গ্রামের কিশোর পলাশ মিয়া (১৬) ও শান্তিপুর গ্রামের কিশোর তোয়াসিন মিয়া (১৭) অচেতন হয়ে পড়ে। ওই দুজনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার. আওলাদ হোসেন ওই দুজনকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই দুজনের মৃত্যু হয়েছে।
জয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী বলেন, ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে ওই দুজন কিশোরের মৃত্যু হয়েছে।
সোর্সঃ jugantor.com