পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলামকেন্দ্র চালু হতে পারে জুনে

‘ইতোমধ্যে পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলামকেন্দ্র স্থাপনের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। আগামী মাসে এই নিলামকেন্দ্র চালুর সম্ভাবনা রয়েছে।’
গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত সভায় এ কথা জানান পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।
পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলামকেন্দ্র সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে চা-শিল্প সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও স্মল টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল হক খোকন।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, ‘পঞ্চগড়সহ উত্তরাঞ্চলে উৎপাদিত চা চট্টগ্রাম ও শ্রীমঙ্গলের নিলাম বাজারে বিক্রি করতে হয়। এতে কারখানা মালিকদের পরিবহন খরচ বেড়ে যায়। এই চা নিলামকেন্দ্রের কাজ শুরু হলে বায়াররা আরও মানসম্মত চা কিনতে পারবেন। ফলে এই খাতে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।’
শুরুতে এই নিলাম কার্যক্রম অনলাইনে পরিচালিত হবে। সর্বোপরি এই নিলাম বাজার সমতলে উৎপাদিত চায়ের মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন আলোচকরা।
সভায় চা-চাষি, কারখানা মালিক, বায়ার, ব্রোকারসহ চা বাজারজাত সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে সভার শুরুতে বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন উত্তরাঞ্চলের চা চাষের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
তিনি জানান, গত মৌসুমের (২০২২) হিসাব অনুযায়ী, পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের ৫ জেলায় (পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট ও দিনাজপুর) বর্তমানে নিবন্ধিত ৯টি ও অনিবন্ধিত ২১টি বড় চা-বাগান (২৫ একরের ওপরে) রয়েছে। এ ছাড়া, ২ হাজার ৫৩টি নিবন্ধিত ও ৬ হাজার ৩০২টি অনিবন্ধিত ক্ষুদ্রায়তনের চা-বাগান (২৫ একরের কম) আছে।
এ পর্যন্ত সব মিলিয়ে প্রায় ১২ হাজার ৭৯ একর জমিতে চা হচ্ছে।
২০২২ মৌসুমে ৫ জেলার সমতল ভূমিতে ১ কোটি ৭৭ লাখ ৫৯ হাজার ২২৬ কেজি চা উৎপাদিত হয়েছে। যার বাজার মূল্য প্রায় ২৬০ কোটি টাকা।
দেশে মোট উৎপাদিত চায়ের ১৯ শতাংশ উত্তরাঞ্চলে উৎপাদিত হয়েছে।
প্রস্তাবিত দেশের তৃতীয় চা নিলামকেন্দ্র পরিচালনার জন্য ১২টি ব্রোকার হাউজ ও ৮টি ওয়্যার হাউজ আবেদন করেছে। এর মধ্যে ৫টির অনুমোদন দেওয়া হয়েছে।
সোর্সঃ thedailystar.net

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *