প্রাইভেটকারে পালাচ্ছিলেন চাঁদ, দাবি পুলিশের

প্রাইভেটকারে পালাচ্ছিলেন চাঁদ, দাবি পুলিশের

প্রাইভেটকারে পালাচ্ছিলেন চাঁদ, দাবি পুলিশের

রাজনীতি

রাজশাহী ব্যুরো

2023-05-25
2023-05-25

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়া বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভেড়িপাড়া মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাজশাহী জেলা ও মহানগর পুলিশ (আরএমপি) যৌথভাবে সড়কে চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকার থেকে তাকে গ্রেফতার করে বলে পুলিশের দাবি।
তবে বিএনপি নেতাদের দাবি— চাঁদ আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছিলেন। এ সময় আদালতে প্রবেশের আগে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তাকে প্রথমে মহানগর পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়। সেখান থেকে আদালতে পাঠানো হয়।  
আবু সাঈদ চাঁদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক। তিনি রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানও। গত ১৯ মে বিকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে চাঁদ বলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নেই। এক দফা— শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব। ’
তার এই বক্তব্যের ভিডিও একদিন পর ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। রাজশাহী জেলা ও মহানগরসহ দেশের বিভিন্ন থানায় তার নামে সন্ত্রাসবিরোধী আইনে এখন পর্যন্ত ১০টি মামলা হয়েছে। গত সোমবার রাতে পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে প্রথম মামলার পর থেকে আবু সাঈদ চাঁদ আত্মগোপনে ছিলেন। পুলিশ তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রাখেন। বৃহস্পতিবার গ্রেফতারের পর চাঁদকে নগরীর সিঅ্যান্ডবি মোড়ে আরএমপির সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।
এদিকে বৃহস্পতিবার দুপুরে আরএমপির সদর দপ্তরে চাঁদের গ্রেফতারের বিষয়ে সংবাদ ব্রিফিং করেন মহানগর পুলিশ। সংবাদ ব্রিফিংয়ে আরএমপি কমিশনার এম আনিসুর রহমান বলেন, প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহীর পুঠিয়া থানায় প্রথম চাঁদের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন জানান, বিভিন্ন অপরাধে চাঁদের বিরুদ্ধে আগে থেকেই ২০ থেকে ২৫টি মামলা চলমান আছে। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনায় রাজশাহী জেলা ও মহানগরের থানাগুলোতে আরও ছয় থেকে সাতটি মামলা আছে। এ ছাড়া দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরও বেশ কিছু মামলা হয়েছে। সব কিছুই আইনি প্রক্রিয়ায় হচ্ছে।
ডিআইজি আরও বলেন, আবু সাঈদ চাঁদ একটি প্রাইভেটকারে চড়ে আত্মগোপনের জন্য কোথাও পালাচ্ছিলেন বলে আমরা ধারণা করছি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা ও মহানগর পুলিশ যৌথভাবে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করেন।
ডিআইজি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বলেন, চাঁদকে রিমান্ডে আনা হবে কিনা, তা মামলার তদন্ত কর্মকর্তারাই সিদ্ধান্ত নেবেন। এ ছাড়া দেশের অন্য থানাগুলোতে তার বিরুদ্ধে আরও যেসব মামলা হয়েছে, সেগুলোতেও তাকে গ্রেফতার দেখানোর বিষয়েও আইনগত পদক্ষেপ নেবেন মামলার তদন্ত কর্মকর্তারা।
 
 
 

© JUGANTOR.COM

‘.”

“.’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়া বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভেড়িপাড়া মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাজশাহী জেলা ও মহানগর পুলিশ (আরএমপি) যৌথভাবে সড়কে চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকার থেকে তাকে গ্রেফতার করে বলে পুলিশের দাবি।

তবে বিএনপি নেতাদের দাবি— চাঁদ আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছিলেন। এ সময় আদালতে প্রবেশের আগে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তাকে প্রথমে মহানগর পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়। সেখান থেকে আদালতে পাঠানো হয়।  

আবু সাঈদ চাঁদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক। তিনি রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানও। গত ১৯ মে বিকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে চাঁদ বলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নেই। এক দফা— শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব। ’

তার এই বক্তব্যের ভিডিও একদিন পর ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। রাজশাহী জেলা ও মহানগরসহ দেশের বিভিন্ন থানায় তার নামে সন্ত্রাসবিরোধী আইনে এখন পর্যন্ত ১০টি মামলা হয়েছে। গত সোমবার রাতে পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে প্রথম মামলার পর থেকে আবু সাঈদ চাঁদ আত্মগোপনে ছিলেন। পুলিশ তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রাখেন। বৃহস্পতিবার গ্রেফতারের পর চাঁদকে নগরীর সিঅ্যান্ডবি মোড়ে আরএমপির সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

এদিকে বৃহস্পতিবার দুপুরে আরএমপির সদর দপ্তরে চাঁদের গ্রেফতারের বিষয়ে সংবাদ ব্রিফিং করেন মহানগর পুলিশ। সংবাদ ব্রিফিংয়ে আরএমপি কমিশনার এম আনিসুর রহমান বলেন, প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহীর পুঠিয়া থানায় প্রথম চাঁদের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন জানান, বিভিন্ন অপরাধে চাঁদের বিরুদ্ধে আগে থেকেই ২০ থেকে ২৫টি মামলা চলমান আছে। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনায় রাজশাহী জেলা ও মহানগরের থানাগুলোতে আরও ছয় থেকে সাতটি মামলা আছে। এ ছাড়া দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরও বেশ কিছু মামলা হয়েছে। সব কিছুই আইনি প্রক্রিয়ায় হচ্ছে।

ডিআইজি আরও বলেন, আবু সাঈদ চাঁদ একটি প্রাইভেটকারে চড়ে আত্মগোপনের জন্য কোথাও পালাচ্ছিলেন বলে আমরা ধারণা করছি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা ও মহানগর পুলিশ যৌথভাবে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করেন।

ডিআইজি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বলেন, চাঁদকে রিমান্ডে আনা হবে কিনা, তা মামলার তদন্ত কর্মকর্তারাই সিদ্ধান্ত নেবেন। এ ছাড়া দেশের অন্য থানাগুলোতে তার বিরুদ্ধে আরও যেসব মামলা হয়েছে, সেগুলোতেও তাকে গ্রেফতার দেখানোর বিষয়েও আইনগত পদক্ষেপ নেবেন মামলার তদন্ত কর্মকর্তারা।

 

 

 
সোর্সঃ jugantor.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *