বাংলাদেশে আসছেন মার্টিনেজ, বলছেন আমি তোমাদের ভালোবাসি

বাংলাদেশে আসছেন মার্টিনেজ, বলছেন আমি তোমাদের ভালোবাসি

বাংলাদেশে আসছেন মার্টিনেজ, বলছেন আমি তোমাদের ভালোবাসি

খেলা

স্পোর্টস ডেস্ক

2023-05-29
2023-05-29

কাতার বিশ্বকাপে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বুদ্ধিদীপ্ততায় টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। 
আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা উপহার দেওয়া গোলরক্ষক মার্টিনেজের স্বপ্ন বাংলাদেশ ঘুরে দেখা। তার ইচ্ছা পূরণ করতে যাচ্ছে স্পোর্টস প্রমোটার কোম্পানি শতদ্রু দত্ত অ্যাসোসিয়েটসের শতদ্রু দত্ত।
সোমবার সন্ধ্যায় ফেসবুকে এক পোস্টে ভারতে আসন্ন সফর নিয়ে মার্টিনেজ লিখেছেন- হ্যালো সবাই, আমি ৩ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত ভারতীয় উপমহাদেশে আমার প্রথম সফর করব এবং মোহনবাগান ক্লাবে একটি দাতব্য ফুটবল ম্যাচের প্রধান অতিথি হওয়া ছাড়াও অনেক দাতব্য কার্যক্রমে অংশ নেব। আমি জানি কলকাতা এবং বাংলাদেশে অগণিত আর্জেন্টিনার ভক্ত রয়েছেন এবং তাদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি।
এরপরই মার্টিনেজ লিখেছেন- আমি তোমাদের ভালোবাসি!
শতদ্রু দত্ত জানিয়েছেন, মার্টিনেজ নিজে থেকেই বাংলাদেশের কথা বলেছেন। যেহেতু তিনি কলকাতা আসছেনই তাই আমরাও চাই তার ইচ্ছাপূরণ হোক বাংলাদেশে ঘুরে এসে। 
জানা যায়, ৩ জুলাই ঢাকায় আসতে পারেন মার্টিনেজ। সেদিন বাংলাদেশে থাকতে পারে অথবা সেদিন রাতে কলকাতায় চলে যেতে পারেন।

© JUGANTOR.COM

‘.”

“.’

কাতার বিশ্বকাপে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বুদ্ধিদীপ্ততায় টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। 

আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা উপহার দেওয়া গোলরক্ষক মার্টিনেজের স্বপ্ন বাংলাদেশ ঘুরে দেখা। তার ইচ্ছা পূরণ করতে যাচ্ছে স্পোর্টস প্রমোটার কোম্পানি শতদ্রু দত্ত অ্যাসোসিয়েটসের শতদ্রু দত্ত।

সোমবার সন্ধ্যায় ফেসবুকে এক পোস্টে ভারতে আসন্ন সফর নিয়ে মার্টিনেজ লিখেছেন- হ্যালো সবাই, আমি ৩ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত ভারতীয় উপমহাদেশে আমার প্রথম সফর করব এবং মোহনবাগান ক্লাবে একটি দাতব্য ফুটবল ম্যাচের প্রধান অতিথি হওয়া ছাড়াও অনেক দাতব্য কার্যক্রমে অংশ নেব। আমি জানি কলকাতা এবং বাংলাদেশে অগণিত আর্জেন্টিনার ভক্ত রয়েছেন এবং তাদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি।

এরপরই মার্টিনেজ লিখেছেন- আমি তোমাদের ভালোবাসি!

শতদ্রু দত্ত জানিয়েছেন, মার্টিনেজ নিজে থেকেই বাংলাদেশের কথা বলেছেন। যেহেতু তিনি কলকাতা আসছেনই তাই আমরাও চাই তার ইচ্ছাপূরণ হোক বাংলাদেশে ঘুরে এসে। 

জানা যায়, ৩ জুলাই ঢাকায় আসতে পারেন মার্টিনেজ। সেদিন বাংলাদেশে থাকতে পারে অথবা সেদিন রাতে কলকাতায় চলে যেতে পারেন।

সোর্সঃ jugantor.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *