ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
নিহত ইকরাম আহমেদ জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক ছিলেন।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের মুন্সেফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ছুরিকাঘাতের পর ইকরামকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পুলিশ সুপার সাখাওয়াত বলেন, ‘ইকরামকে হত্যার ঘটনায় রায়হান নামে একজনকে আটক করা হয়েছে।’
সোর্সঃ thedailystar.net
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা
