সুখবর দিলেন বিদ্যা বালান

সুখবর দিলেন বিদ্যা বালান

সুখবর দিলেন বিদ্যা বালান

বিনোদন

বিনোদন ডেস্ক

2023-05-21
2023-05-21

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। বিচিত্র রকম চরিত্রে অভিনয় করে এখনো দর্শক হৃদয়ে আসন পেতে আছেন। এবার তিনি আসছেন নতুন চরিত্র নিয়ে। যেটি তার ভক্তদের জন্য সুখবর।
শার্লক হোমস, ফেলুদা, ব্যোমকেশদের কাতারে নাম লেখাতে যাচ্ছেন এ অভিনেত্রী। তাকে দেখা যাবে গোয়েন্দাগিরি করতে। 
২০১৯ সালে সিনেমা হলে সর্বশেষ মুক্তি পেয়েছিল তার অভিনীত সিনেমা ‘মিশন মঙ্গল’। এরপর ওয়েব প্ল্যাটফর্মে তিনি দেখা দেন পরপর তিন সিনেমায় ‘শকুন্তলা দেবী’, ‘শেরনি’ ও ‘জলসা’। তিনটি সিনেমাই প্রশংসিত হয়। তবে প্রেক্ষাগৃহে তাকে মিস করছিলেন দর্শক। নতুন সিনেমা ‘নিয়ত’ দিয়ে এ বিরতি ভাঙবেন অভিনেত্রী। 
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির পোস্টার শেয়ার করে বিদ্যা বালান জানিয়েছেন, আগামী ৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘নিয়ত’। 
জানিয়েছেন, টানটান উত্তেজনার এক হত্যারহস্যের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। এতে বিদ্যা একজন গোয়েন্দা, চরিত্রের নাম মীরা রাও। সিনেমাটি নির্মাণ করেছেন অনু মেনন।
 

© JUGANTOR.COM

‘.”

“.’

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। বিচিত্র রকম চরিত্রে অভিনয় করে এখনো দর্শক হৃদয়ে আসন পেতে আছেন। এবার তিনি আসছেন নতুন চরিত্র নিয়ে। যেটি তার ভক্তদের জন্য সুখবর।

শার্লক হোমস, ফেলুদা, ব্যোমকেশদের কাতারে নাম লেখাতে যাচ্ছেন এ অভিনেত্রী। তাকে দেখা যাবে গোয়েন্দাগিরি করতে। 

২০১৯ সালে সিনেমা হলে সর্বশেষ মুক্তি পেয়েছিল তার অভিনীত সিনেমা ‘মিশন মঙ্গল’। এরপর ওয়েব প্ল্যাটফর্মে তিনি দেখা দেন পরপর তিন সিনেমায় ‘শকুন্তলা দেবী’, ‘শেরনি’ ও ‘জলসা’। তিনটি সিনেমাই প্রশংসিত হয়। তবে প্রেক্ষাগৃহে তাকে মিস করছিলেন দর্শক। নতুন সিনেমা ‘নিয়ত’ দিয়ে এ বিরতি ভাঙবেন অভিনেত্রী। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির পোস্টার শেয়ার করে বিদ্যা বালান জানিয়েছেন, আগামী ৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘নিয়ত’। 

জানিয়েছেন, টানটান উত্তেজনার এক হত্যারহস্যের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। এতে বিদ্যা একজন গোয়েন্দা, চরিত্রের নাম মীরা রাও। সিনেমাটি নির্মাণ করেছেন অনু মেনন।
 
সোর্সঃ jugantor.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *