ফাঁসিয়াখালী বন্যপ্রানী অভয়ারণ্যে স্মার্ট পেট্রোলিং কার্যক্রমের উদ্বোধন

ফাঁসিয়াখালী বন্যপ্রানী অভয়ারণ্যে স্মার্ট পেট্রোলিং কার্যক্রমের উদ্বোধন

কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের অধীন ফাঁসিয়াখালী বন্যপ্রানী অভয়ারণ্যে স্মার্ট পেট্রোলিং এর কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (৮ মে) দুপুর সাড়ে ১২ টায় ফাঁসিয়াখালী রেঞ্জ অফিসে রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় সদস্যদের মাঝে স্মার্ট কার্যক্রমের প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়।

বন বিভাগের টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের জুনিয়র কনসালটেন্টের (স্মার্ট পেট্রোলিং) মুহাম্মদ খলিলুর রহমানের সঞ্চালনায় অতিথির বক্তব্যে রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন বলেন, “আমাদের প্রধান কাজ বন রক্ষা, বন্য অপরাধ দমন ও বন্যপ্রানী সংরক্ষণ। বন সংরক্ষনে দিন দিন আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে এগিয়ে আসতে হবে। স্মার্ট বাংলাদেশ গঠনে বন বিভাগও স্মার্ট পদ্ধতিতে এগিয়ে যাবে।”

এসময় তিনি স্মার্ট টীমের সকল সদস্যকে মনযোগ দিয়ে সতর্কতারসহিত বন তদারকির কাজ চালিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টীমের সদস্য ফরেস্ট গার্ড মোঃ হাবিবুর রহমান, মোঃ আব্দুর রহীম, মোঃ আরিফুল ইসলাম ও বাগান মালী গাজী তৌহিদুল ইসলাম। এছাড়া সিপিজি সদস্য মোঃ গিয়াস উদ্দিন, রহমত আলী, ফরিদুল আলম, আশরাফুল হাকিম, জয়নাল আবেদীন, মোঃ আলী আকবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *