নোবিপ্রবির সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার

নোবিপ্রবি প্রতিনিধি

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের মূল্য প্রতিপাদ্য ‘মানসিক স্বাস্থ্য সার্বজনীন মানবাধিকার ‘কে সামনে রেখে নোয়াখালীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে মানসিক স্বাস্থ্য বিষয়ক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার( ১০ অক্টোবর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ কর্ম বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশনের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

জানা যায়, একযোগে নোয়াখালীর চারটি বিদ্যালয় এম এ রশিদ উচ্চ বিদ্যালয়,নোয়াখালী উচ্চ বিদ্যালয়,কালিতারা মুসলিম গার্লস একাডেমি, নূরজাহান মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় এ চারটির বিদ্যালয়ের এক হাজারের অধিক শিক্ষার্থীদের মাঝে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার এবং কর্মশালার আয়োজন করেন তারা।

এ বিষয়ে সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশনের সভাপতি মিরাজ আহমেদ সাকিন বলেন, মানসিক স্বাস্থ্যের গুরুত্ব শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়াই ছিলো আমাদের এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। তাই শিক্ষার্থীদের সচেতন করতে আমরা একযোগে ৪ টি বিদ্যালয়ের প্রায় ১ হাজার শিক্ষার্থীদের সাথে নিয়ে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা আয়োজন করেছি।

সাধারন সম্পাদক মাহমুদুল হাসান বলেন, মানসিক স্বাস্থ্য আজ বিশ্বব্যাপি মানবাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে। তাই শিক্ষার্থীদের নিজেদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্য আমরা এই পদক্ষেপ নিয়েছি। শিক্ষার্থীদের কাছ থেকে আমরা যথেষ্ট সাড়া পেয়েছি। স্কুলগুলোর প্রধান শিক্ষকগন ভবিষ্যতেও আমাদের এই পদক্ষেপ চলমান রাখতে অনুরোধ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *