ঈদে সেলাই মেশিন পেলেন প্রতিবন্ধী রাজিমা

ঈদে সেলাই মেশিন পেলেন প্রতিবন্ধী রাজিমা

ডেস্ক রিপোর্ট

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও টেকেনি বেশিদিন। একটি পা না থাকায় চাকরিচ্যুতও হয়েছেন। অভাব-অনটনে বড় বোনের সঙ্গে দুর্বিষহ জীবন পার করছিলেন। তবে ঈদ উপলক্ষে সেলাই মেশিন পেয়ে স্বাবলম্বী হওয়ার সপ্ন দেখছেন। বলছিলাম সাভারের আশুলিয়ার প্রতিবন্ধী রাজিমা খাতুনের কথা।

ঈদুল ফিতর উপলক্ষে শেখ কামাল যুব সংঘের পক্ষ থেকে রাজিমাকে সেলাই মেসিন প্রদান করা হয়েছে। সম্প্রতি সংগঠনটি’র সভাপতি তৌহিদ মোরশেদ নোমান তার হাতে সেলাই মেশিন তুলে দেন।

জানা যায়, মাত্র পাঁচ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় মা রাজিয়া খাতুনকে হারান রাজিমা। বাবা সবুর আলীকে হারিয়েছেন মাত্র নয় বছর বয়সে। ফলে শৈশবেই এতিম হয়ে পরেন তিনি। ফলে অনাদরে অবহেলায় দিন কাটতে থাকে রাজিমার। এর প্রভাব পরে পড়াশোনাতেও, পায়ের চিকিৎসা করাতে গিয়ে আর্থিক অনটনের কারনে এসএসসি’র গন্ডি পেরুতে পারেননি তিনি। তবে অন্যদের মতো ঘর বাধার সপ্ন দেখতেন তিনি। দীর্ঘ প্রণয়ের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও সে সংসার টেকেনি বেশিদিন। শাশুড়ীর দুর্ব্যবহারে সংসার ছাড়তে বাধ্য হন রাজিমা। নকল পা ব্যবহার করে তিনি ভারী কাজ ও করতে পারেন না। তাই সেলাই মেশিন পেয়ে স্বাবলম্বী হওয়ার সপ্ন দেখছেন রাজিমা।

রাজিমা খাতুন বলেন, ‘এখন আর বেকার থাকা লাগবে না, দর্জির কাজ করে স্বাবলম্বী হতে পারবো। আমি উদ্যোক্তা হয়ে আমার মতো মেয়েদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবো, যেন হতাশার জীবন ছেড়ে তারা সফল হবার সপ্ন দেখতে পারেন।’

এদিকে ঈদ উপলক্ষে একজন অসহায় প্রতিবন্ধীকে উপহার দিতে পেরে আনন্দিত শেখ কামাল যুব সংঘের সদস্যরা।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি তৌহিদ মোরশেদ নোমান বলেন, ‘প্রায় সাত বছরেরও বেশি সময় ধরে নানা সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। এর আগে সাভারে পথশিশুদের জন্য স্কুল ‘উন্মুক্ত পাঠশালা’য় অর্ধশতাধিক শিশুদের পাঠদান করেছি, যা মহামারি করোনার প্রভাবে অর্থনৈতিক সংকটের কারণে স্থগিত রয়েছে।’

তিনি আরো বলেন, ‘এবছর আমরা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম চালিয়েছি। এবার প্রতিবন্ধী নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এই ধারাবাহিকতা বজায় রাখতে দেশি-বিদেশি সংস্থার পাশাপাশি সরকারের সহযোগিতা চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *