হরতালের সমর্থনে জাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

হরতালের সমর্থনে জাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে প্রথম দিন বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীরা।

রবিবার (১৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে শাখা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। পরে মিছিলটি মীর মশাররফ হোসেন হল ফটকে গিয়ে শেষ হয়।

এ সময় সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং ঘোষিত তফসিল অবিলম্বে বাতিল করার দাবি জানানো হয়। অন্যথায় যেকোন মুল্যে নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেন তারা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, আমরা বর্তমানে ফ্যাসিবাদী অবৈধ সরকারের পদত্যাগের একদফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক জনাব তারেক রহমানের যেকোনো কর্মসূচি বাস্তবায়নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিটি নেতা-কর্মী প্রতিজ্ঞাবদ্ধ।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ ক্রীড়া সম্পাদক রাধেশ্যাম বিশ্বাস রাজেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহ্বায়ক সাইফ আল হাসান এবং মাজহারুল আমিন তমাল, মীর মশাররফ হোসেন হল ছাত্রনেতা মিজানুর রহমান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের ছাত্রনেতা সাব্বির আহমেদ, ছাত্রনেতা সালমান আহম্মেদ, মেহেদী হাসান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *