জাবিতে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন প্রভাষক দল

জাবিতে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন প্রভাষক দল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিজয় দিবস উপলক্ষ্যে শিক্ষকদের প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে প্রভাষক দল।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রভাষক দল সহকারী অধ্যাপক দলকে ৬ উইকেটে পরাজিত করে। মহান বিজয় দিবস উপলক্ষ্যে শিক্ষকদের মধ্যাকার এ টুর্নামেন্টের আয়োজন কেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

প্রতিযোগিতায় অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক ক্যাটেগরিতে মোট ৪ টি দল অংশগ্রহণ করে। প্রথম পর্বে অধ্যাপক দলকে হারিয়ে প্রভাষক দল এবং সহযোগী অধ্যাপক দলকে হারিয়ে সহকারী অধ্যাপক দল চূড়ান্ত পর্ব খেলার সুযোগ নিশ্চিত করেন।

প্রতিযোগিতায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট, ম্যান অব দ্যা ম্যাচ, সর্বোচ্চ রান ও সর্বাধিক উইকেট শিকারী হয়েছেন পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনি। এছাড়াও সর্বোচ্চ ছয় পেয়েছেন সহকারী অধ্যাপক রিয়াদ। এছাড়াও মোস্ট এন্টারটেইনিং অডিয়েন্স হিসেবে পুরস্কার পেয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক খালেদা নূর।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম। এসময় তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সকল শিক্ষককে ধন্যবাদ জানান।

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতার আহবায়ক অধ্যাপক ড. মো. সাব্বির আলম বলেন, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত ক্রিকেট প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষকদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি হয়েছে। আশা করি প্রতি বছর বিজয় দিবসে এ প্রতিযোগিতা চলমান থাকবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. এ. এ. মামুন, সদস্য সচিব অধ্যাপক বশির আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম শামীম কায়সার, প্রতিযোগিতার আহবায়ক অধ্যাপক ড. মো. সাব্বির আলম, প্রক্টর আ স ম ফিরোজ-উল হাসান, বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *