স্বাস্থ্য বীমার আওতায় জাবির ১৪ হাজার শিক্ষার্থী

স্বাস্থ্য বীমার আওতায় জাবির ১৪ হাজার শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের স্বাস্থ্যবীমার আওতায় আনতে জেনিথ ইসলামী লাইফের সঙ্গে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৪ হাজার শিক্ষার্থী জেনিথ ইসলামী লাইফের জীবন ও স্বাস্থ্য বীমা সুবিধা ভোগ করতে পারবেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় জাবি কোষাধ্যক্ষের অফিস কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

সমঝোতা স্মারক চুক্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার এবং জেনিথ ইসলামী লাইফের পক্ষে প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান স্বাক্ষর করেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার বলেন, এ সমঝোতা চুক্তি স্বাক্ষরের মধ্যদিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাস্থ্য বীমার আওতায় এসেছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষায় নতুন এক মাইলফলক সৃষ্টি হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আনন্দিত।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত হিসাবাধ্যক্ষ মো. মোসানুল কবির, উপ-হিসাবাধ্যক্ষ মো. বশির আলম এবং জেনিথ ইসলামী লাইফের ডিএমডি মুন্সী মো. আব্দুল খালেক ও ডিভিপি মো. আনোয়ার হোসেন সরকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *