জাবিতে বিভাগ উন্নয়ন ফি নিশ্চিতের দাবি ছাত্র ইউনিয়নের

জাবি প্রতিনিধি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সকল বিভাগে ‘বিভাগ উন্নয়ন ফি’ নিশ্চিতের জোর দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদ।

বুধবার (১৪ জুন) শাখা ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।

সংগঠনটির সভাপতি ইমতিয়াজ অর্ণব ও সাধারণ সম্পাদক অমর্ত্য রায়ের বরাত দিয়ে বলা হয়, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বিভাগ উন্নয়ন ফি না পাওয়ায় প্রচন্ড সংকটে ভুগছে বিভাগগুলো। এতে প্রতিনিয়ত বিঘ্নিত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এমন বিরূপ পরিস্থিতিতে প্রশাসন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উপর বিভাগ উন্নয়ন ফি’র বোঝা চাপাতে উদ্দ্যত।

নেতৃবৃন্দ আরও বলেন, অচলাবস্থা কাটাতে বিভাগগুলোকে তাদের প্রাপ্য উন্নয়ন ফি প্রদান করা জরুরি। একইসাথে আসন্ন ভর্তি পরীক্ষা শেষ হওয়ার দ্রুততম সময়ের মধ্যে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের বিভাগ উন্নয়ন ফি প্রদান করলে বিভাগগুলি শীঘ্রই চলমান সংকট কাটিয়ে উঠতে পারবে। বিভাগের উন্নয়ন কর্মকান্ড পরিচালনার দায়িত্বভার বিশ্ববিদ্যালয়ের। যেখানে ভর্তি পরীক্ষা হতে উপার্জনকৃত অর্থ বিভাগগুলোর উন্নয়নের জন্য বরাদ্দ দেয়া সম্ভব, সেখানে ভর্তিচ্ছুদের উপর এই অর্থের বোঝা চাপিয়ে দেয়া অন্যায় বলে মনে করেন নেতৃবৃন্দ।

শিক্ষার্থীদের নায্য দাবি স্মরণ রেখে দ্রুততম সময়ের মধ্যে বিভাগ উন্নয়ন ফি নিশ্চিতের জোর দাবি জানায় ছাত্র ইউনিয়ন জাবি সংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *