জাবির ভর্তি পরীক্ষা চলাকালীন অভিনব কায়দায় ফোন চুরি

জাবি প্রতিনিধি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রথম দিন চতুর্থ শিফটের ভর্তি পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্র থেকে অভিনব কায়দায় তিন ভর্তি পরীক্ষার্থীর স্মার্টফোন চুরির ঘটনা ঘটেছে।

রবিবার (১৮ জুন) দুপুর দেড়টার দিকে সি ইউনিটের চতুর্থ শিফটের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবনের ১২৯ ও ১৩৫ নং কক্ষে এ ঘটনা ঘটে৷

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সি ইউনিটের কলা ও মানবিকী অনুষদের ছাত্রীদের চতুর্থ শিফটের পরীক্ষা শুরু হয় দুপুর ১টা ৫০ মিনিটে। দুপুরের খাবারের বিরতি থাকায় পরীক্ষার্থীদের দুপুর ১ টা ১০ মিনিটেই কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়৷ কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করা পরীক্ষার্থীরা কক্ষেই নাম রোল লিখে টেবিলের উপর মোবাইল রাখেন। তবে পরীক্ষা শুরুর পূর্বে ২৫-৩০ বছর বয়স্ক অজ্ঞাতনামা এক যুবক পরীক্ষার্থীদের যাদের কাছে মোবাইল ফোন আছে, সেগুলো জমা দিতে বলেন। পরীক্ষার্থীরা সরল বিশ্বাসে তার কাছে জমা দিলে তিনটি মোবাইল নিয়ে লাপাত্তা হয়ে যায় সে।

ভুক্তভোগী সামিয়া সুলতানা বলেন, ‘আমি ঢাকার শান্তিবাগ থেকে পরীক্ষা দিতে এসেছি। আমার পরীক্ষা ছিল চতুর্থ শিফটে সমাজবিজ্ঞান ভবনের ১২৯ নং রুমে৷ পরীক্ষা শুরুর আগেই তরুণ বয়সী এক লোক রুমে এসে ফোন জমা দিতে বলে৷ পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে থেকে ফোন নিয়ে যাওয়ার জন্য আশ্বস্ত করে৷ পরীক্ষা শেষে বাইরে এসে আমরা তার দেখা পাইনি।’

আরেক ভুক্তভোগী আজমেরী রুমানা বলেন, ‘লোকটির পরনে ছিল সাদা শার্ট ও কালো প্যান্ট। ফরমাল পোশাকে পরিপাটি হয়ে থাকায় তাকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা বা কর্মচারী বলেই মনে হয়েছে৷ আমরা বিশ্বাস করে তার কাছে ফোন জমা দিয়েছি৷’

এ ঘটনায় সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন সমাজবিজ্ঞান কেন্দ্রের সমন্বয়ক সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো. আবদুল মাননান।

তিনি বলেন, পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করাই নিয়ম বহির্ভূত কাজ। আমরা বারবার মোবাইল নিয়ে আসতে নিষেধ করি৷ তারপরও মোবাইল নিয়ে প্রবেশ করা উচিত হয়নি৷ আমরা সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা করছি৷ ভুক্তভোগী শিক্ষার্থীদের নাম-মোবাইল নাম্বার রেকর্ড করে রেখেছি৷ মোবাইল খুঁজে পেলে আমরা তাদের হাতে পৌঁছে দিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *