সশরীরে ক্লাস শুরুর দাবিতে জাবির নবীন শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

সশরীরে ক্লাস শুরুর দাবিতে জাবির নবীন শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সশরীরে ক্লাস শুরু করাসহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ উল হাসান, তবে তা নাকচ করে দেন শিক্ষার্থীরা। পরে বেলা চারটায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসানের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন তারা।

তাদের অন্য দাবিগুলো হলো- আগামী ২০ জানুয়ারির মধ্যে আবাসিক হলে আসন বরাদ্দ দেওয়া এবং চলতি মাসের শেষ সপ্তাহে সশরীরে ক্লাস শুরু করা ও ক্লাস শুরুর ৩০ কর্মদিবসের মধ্যে কোনো পরীক্ষা না নেওয়া।

কর্মসূচি পালনকালে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী ফারাবী বলেন, ‘সব শিক্ষার্থীর আর্থিক অবস্থা একরকম নয়। তাই অনলাইনে ক্লাস করা যেমন অনেকের জন্য ব্যয়বহুল তেমনি অনেক জটিলতায় পড়তে হয়। পড়াশোনায় নিয়মিত ব্যাঘাত ঘটছে।’

ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী মুনা বলেন, ‘একটি ব্যাচকে অনলাইনে রেখে পরবর্তী ব্যাচের ভর্তি পরীক্ষা নেওয়ার আয়োজন চলছে। অথচ আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও আমরা হলে থেকে সশরীরে ক্লাস করতে পারছি না। এর চেয়ে দুঃখের ও লজ্জার বিষয় কি হতে পারে? আমাদের দাবি বাস্তবায়িত না হলে কঠোর কর্মসূচিতে যাবো।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান বলেন, ‘অধিকতর উন্নয়ন প্রকল্পের অধীনে নির্মিত নতুন হল খোলার পর ৫২তম ব্যাচের শিক্ষার্থীদের আসন বরাদ্দ দিতে পারবো। তাই আরো কিছুদিন সময় দরকার। আশা করি, চলতি মাসের শেষ সপ্তাহে ৫২তম ব্যাচের শিক্ষার্থীদে আসন বরাদ্দ দিতে পারবো এবং তখন থেকে তাদের সশরীরে ক্লাস শুরু হবে।’

এর আগে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে আবাসন সংকট দেখিয়ে গত ৩০ নভেম্বর থেকে ৫২তম ব্যাচের শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস শুরু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *