ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত হলেন জাবি রেজিস্ট্রার আবু হাসান

ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত হলেন জাবি রেজিস্ট্রার আবু হাসান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রেজিস্ট্রারের পূর্ণ দায়িত্ব পেয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ আবু হাসান। এর আগে তিনি ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করেন।

সোমবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আবু হাসান বলেন, আমার কখনও মনে হয়নি আমি ভারপ্রাপ্ত ছিলাম। তখন যেভাবে দায়িত্ব পালন করেছি এখনও যথাযথভাবে সেই দায়িত্ব পালন করতে চাই। এই দায়িত্বে আমাকে সুবিবেচনায় রাখার জন্য উপাচার্যসহ সিন্ডিকেট সদস্যদেরকে ধন্যবাদ জানাই।

উল্লেখ্য, গত ১১ জুলাই ২০২৩ তারিখে মোঃ আবু হাসানকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়। মো. আবু হাসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১০ম ব্যাচের প্রাক্তন ছাত্র। তিনি ২০০০ সালের ২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিস্ট্রার পদে যোগদান করেন। এর আগে তিনি টাঙ্গাইলের দেলদুয়ার থানায় অবিস্থিত সৈয়দ মহব্বত আলী ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক পদে কর্মরত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *